thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯, ৮ মাঘ ১৪২৫

শিগগির রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ : মুহিত

২০১৬ মে ৩০ ১৬:০৯:৪৫
শিগগির রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ : মুহিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে।
আগামী ২ জুন বাজেট ঘোষণার ১৫ থেকে ২০ দিন পর এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তদন্ত কমিটির প্রধান ড. মোহাম্মদ ফরাসউদ্দীন অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। কমিটির অপর দুই সদস্য অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস ও বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০ এপ্রিল অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছিল কমিটি।

এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমি মাত্র প্রতিবেদনটি পেলাম। এখনো দেখি নাই এতে কী আছে। আমি আগে পড়ে দেখি, তারপর অবশ্যই এটি প্রকাশ করা হবে।’

‘বাজেট ঘোষণার (২ জুন) ১৫-২০ দিন পর এটা প্রকাশ করা হবে’ বলে জানান তিনি।

‘ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না’- এ প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘আমি আগে দেখি ঘটনাটা কীভাবে ঘটল এবং আমি কী করতে পারি?’

পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার পর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘৭৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। আজ ৭৫তম দিন। প্রতিবেদনের বিষয়ে আমি সন্তুষ্ট।’
প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে ‘কোনো চাপ ছিল না’ বলেও জানান তিনি।

প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ প্রতিবেদনে প্রায় আমূল পরিবর্তন হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল, এর প্রায় ৯০ ভাগ পরিবর্তন হয়েছে। তাড়াহুড়ো করে প্রতিবেদন দেওয়ায় এমনটি হয়েছে। এ ছাড়া তদন্তে বুয়েটের আরও তিন শিক্ষকের কাছে কারিগরিবিষয়ক সহায়তা নেওয়ার কারণে অনেক কিছু পরিবর্তন হয়েছে’ বলে জানান তিনি।

ফরাসউদ্দীন আরও বলেন, ‘তদন্ত প্রতিবেদনে ঘটনার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কারা কারা জড়িত এ বিষয়ে আলোকপাত করা হয়েছে। তবে এ বিষয়ে এখনি কিছু বলা ঠিক হবে না। সরকার আগে বিষয়টি দেখবে। এ ঘটনায় সুইফট-এরও দায় আছে। এ ছাড়া চুরি যাওয়া কত টাকা ফেরত আনা সম্ভব এ বিষয়েও একটি ধারণা দেওয়া হয়েছে প্রতিবেদনে।’

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/এম/মে ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert
Symphony

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবররে