thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮, ২৯ অগ্রহায়ণ ১৪২৫

সিএসইতে নতুন এমডির যোগদান

২০১৬ জুন ০১ ১৭:৩২:৫১
সিএসইতে নতুন এমডির যোগদান

দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যোগদান করেছেন এম সাইফুর রহমান মজুমদার। তিনি বুধবার (১ জুন) সিএসইতে যোগদান করেছেন।

সিএসইতে যোগদানের পূর্বে তিনি প্রায় ২০ বছর ধরে মিনহার গ্রুপের বিভিন্ন পদে কাজ করেছেন। সর্বশেষ গ্রুপটির নির্বাহী পরিচালক ও মিনহার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেন এম সাইফুর রহমান মজুমদার। ১৯৯৫ সালে তিনি দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএমএবি) থেকে সিএমএ করেন। এরপর ১৯৯৮ সালে তিনি আইসিএবি থেকে সিএ সম্পন্ন করেন।

(দ্য রিপোর্ট/আরএ/এম/জুন ০১, ২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert
Symphony

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবররে