thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮, ২৯ অগ্রহায়ণ ১৪২৫

ইভিন্স টেক্সটাইলের লটারির ফলাফল প্রকাশ

২০১৬ জুন ০২ ১২:৫৭:৪৬
ইভিন্স টেক্সটাইলের লটারির ফলাফল প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বৃহস্পতিবার (২ জুন) ইভিন্স টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টায় মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে লটারির ড্র এর মধ্য দিয়ে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম বিশেষ উদ্যোগে আইপিওতে বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে।

সাধারণ বিনিয়োগকারী কোটায় বিজয়ীদের ফলাফল পেতে ক্লিক করুন

ক্ষতিগ্রস্ত কোটায় বিজয়ীদের ফলাফল পেতে ক্লিক করুন

প্রবাসী বিনিয়োগকারী কোটায় বিজয়ীদের ফলাফল পেতে ক্লিক করুন

মিউচুয়াল ফান্ড কোটায় বিজয়ীদের ফলাফল দেখতে ক্লিক করুন

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী

স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংক

এর আগে কোম্পানিটির আইপিওতে (২ মে থেকে ১২ মে) চাহিদার চেয়ে প্রায় ৩২ গুণ বেশি আবেদন জমা পড়ে। যাতে বৃহস্পতিবার লটারির মাধ্যমে আইপিও বিজয়ীদের নির্ধারণ করা হয়েছে।

ইভিন্স টেক্সটাইল আইপিওর মাধ্যমে ১ কোটি ৭০ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি টাকা সংগ্রহ করার অনুমোদন পায়। প্রতিটি শেয়ারের বরাদ্দ মূল্য হচ্ছে ১০ টাকা। অর্থাৎ কোনো প্রিমিয়াম ছাড়াই কোম্পানি বাজার থেকে অর্থ সংগ্রহ করবে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানিটি মেশিনারিজ ক্রয়, ভবন নির্মাণ, চলতি মূলধন ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

উল্লেখ্য, ৪ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৬২ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭.৬২ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

(দ্য রিপোর্ট/আরএ/এইচ/জুন ০২, ২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert
Symphony

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবররে