thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯, ৮ মাঘ ১৪২৫

মাত্রাতিরিক্ত ব্যথানাশক ওষুধে গায়ক প্রিন্সের মৃত্যু

২০১৬ জুন ০৩ ১০:১১:২৭
মাত্রাতিরিক্ত ব্যথানাশক ওষুধে গায়ক প্রিন্সের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক : ব্যথানাশক ওষুধের অতিরিক্ত প্রয়োগের কারণে মার্কিন গায়ক প্রিন্সের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। খবর বিবিসি।

প্রিন্সের মৃত্যুর প্রায় মাসখানেক পর তার মৃত্যুর কারণ সম্পর্কে এসব তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, প্রিন্সের শরীরে ফেন্টানিল নামের একটি সিনথেটিক ওষুধের অতিরিক্ত প্রয়োগ হয়েছিল। ওই ওষুধটি হেরোইনের চেয়েও ৫০ গুণ বেশি শক্তিশালী। সাধারণত কোনো সার্জারির পরে এ ওষুধ খেতে বলা হয়।

গোয়েন্দারা সম্প্রতি একজন চিকিৎসককে প্রিন্সের মৃত্যুর বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। এ চিকিৎসক ৫৭ বছর বয়সী প্রিন্সকে সপ্তাহে দুইবার দেখতেন।

যে ব্যথানাশক ওষুধের অতিরিক্ত প্রয়োগে প্রিন্সের মৃত্যু হয়েছে সেটি প্রেসক্রিপশান ছাড়া ক্রয় করা যায় না এবং প্রিন্সের কাছে এ ওষুধ ছিল বলে গত মে মাসে জানায় মার্কিন গণমাধ্যমগুলো।

পুলিশের তথ্য অনুযায়ী, চিকিৎসক মিশায়েল শুলেনবার্গ প্রিন্সকে ২০ এপ্রিল তারিখে এ ওষুধটি গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন।

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, প্রিন্স নিজ উদ্যোগে ফেন্টানিল গ্রহণ করেছিলেন।

গত ২১ এপ্রিল ভোরে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পেইসলি পার্ক স্টুডিওসের একটি লিফটের ভেতরে গায়ক প্রিন্সের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

মার্কিন পপ-তারকা প্রিন্স সুরকার ও সফল সঙ্গীত রচয়িতাও ছিলেন। কর্মজীবনে তিনি ত্রিশটিরও বেশি অ্যালবাম প্রকাশ করেন।

(দ্য রিপোর্ট/এআরই/এনডিএস/এইচ/জুন ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert
Symphony

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে