thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯, ৮ মাঘ ১৪২৫

কাভার্ডভ্যান কেড়ে নিল ছেলেমেয়েসহ মায়ের প্রাণ

২০১৬ জুন ০৪ ১০:৪১:২২
কাভার্ডভ্যান কেড়ে নিল ছেলেমেয়েসহ মায়ের প্রাণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় ছেলেমেয়েসহ মা নিহত হয়েছেন।

উপজেলার দুরিকান্দি এলাকায় শনিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মা হেনা বেগম (৪০), ছেলে শামীম (১০) ও মেয়ে তানিয়া (১৩)। তাদের বাড়ি উপজেলার ভিটাকান্দি এলাকায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুর কাদের দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পারাপারের সময় মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনডিএস/এইচ/জুন ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert
Symphony

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে