thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯, ৮ মাঘ ১৪২৫

বাংলাদেশ ও মোহাম্মদ আলী (ভিডিওসহ)

২০১৬ জুন ০৪ ১২:৪৫:২০
বাংলাদেশ ও মোহাম্মদ আলী (ভিডিওসহ)

দ্য রিপোর্ট ডেস্ক : সদ্য প্রয়াত কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী ৩৮ বছর আগে বাংলাদেশে এসেছিলেন এক শুভেচ্ছা সফরে। তিনি স্ত্রী ভেরোনিকার সঙ্গে সপ্তাহ খানেক ছিলেন বাংলাদেশে।

তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসেন।

আমেরিকার ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের খবরে বলা হয়, প্রায় ২ লাখ মানুষ তাকে অভিনন্দন জানাতে সে সময় জমায়েত হয়েছিল। সফরকালে আলী বাংলাদেশের সৌন্দর্যময় এলাকা সুন্দরবন, সিলেটের চা বাগান, রাঙ্গামাটি ও কক্সবাজার ভ্রমণ করেন।

ঢাকা স্টেডিয়ামে ১২ বছরের এক কিশোরের সঙ্গে বক্সিং খেলে ইচ্ছাকৃতভাবে হেরে যান মোহাম্মদ আলী।

বিজনেস টাইমসের খবরে আরও বলা হয়, বাংলাদেশের কক্সবাজারে আলীকে বাড়ির জন্য জায়গা ও তার নামে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়।

“Muhammad Ali Goes East : Bangladesh, I Love You” নামে ডকুমেন্টারিতে দেখা যায়, আলী ফেরার সময় বলেন, ‘যদি স্বর্গ দেখতে চাও, তবে বাংলাদেশে আস।’

মোহাম্মদ আলী ক্রীড়া জগতে এক তারকা হয়ে গিয়েছিলেন সে সময়। অনুন্নত বহু দেশের বিরুদ্ধে তিনি বক্সিং খেলেছেন। ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়াতে সে সময় সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশে তাকে একজন নায়ক হিসেবে সম্মানীত করা হয়েছিল।

এ বক্সিং তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের ফোনিক্স শহরের একটি হাসপাতালে শনিবার সকালে মারা যান।

(দ্য রিপোর্ট/এআরই/এনডিএস/এইচ/জুন ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert
Symphony

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবররে