thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯, ৮ মাঘ ১৪২৫

প্রেমের শহরে কার সঙ্গে ছিলেন দীপিকা!

২০১৬ জুন ০৪ ১২:৫৯:৪৫
প্রেমের শহরে কার সঙ্গে ছিলেন দীপিকা!

দ্য রিপোর্ট ডেস্ক : নায়ক নায়িকারা কোথাও তাদের অবসর সময় কাটাতে গেলে সেখানেও তাদের পিছে জোঁকের মতো লেগে থাকে পাপ্পারাজি। আর এর মাধ্যমে হঠাৎ হঠাৎ মিলে যায় তাদের এক্সক্লুসিভ ছবি, ভিডিওসহ নানা তথ্য। সেসব গণমাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গেই নতুন করে আলোচিত সমালোচিত হন তারকারা।

সেই ধারাবাহিকতায় এবার প্রশ্ন উঠেছে বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোনকে নিয়ে।

একদিন হলো হলিউড ছবির কাজ সেরে দেশে ফিরেছেন দীপিকা। আর এরই মধ্যে বলি-পাড়ায় জোর গুঞ্জন এক্সএক্সএক্স-এর শুটিং শেষ করে কি ভালোবাসার শহর প্যারিসে ছুটি কাটাতে গিয়েছিলেন দীপিকা।

বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে, শুটিং শেষ করে কিছুদিন ব্রেক নিতে সত্যিই নাকি প্যারিস পাড়ি দিয়েছিলেন নায়িকা। তারপর সেখান থেকে ‘রবতা’-র শুটিংয়ের জন্য যান বুদাপেস্ট। কিন্তু প্যারিসে তাকে সঙ্গ দিতে নাকি ছিলেন বয়ফ্রেন্ড রণবীর সিং।

হঠাৎই দীপিকার ব্যাগ দেখে টনক নড়েছে সকলের। এই ব্যাগ দেখেই সাংবাদিকরা ভাবছেন রণবীর সিং এর সঙ্গেই প্যারিসে ছুটি কাটিয়েছেন এই নায়িকা।

(দ্য রিপোর্ট/এএ/এআরই/এইচ/জুন ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert
Symphony

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে