thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯, ৮ মাঘ ১৪২৫

প্রেমিকার সঙ্গে গাইলেন সালমান (ভিডিওসহ)

২০১৬ জুন ০৪ ১৩:১২:২০
প্রেমিকার সঙ্গে গাইলেন সালমান (ভিডিওসহ)

দ্য রিপোর্ট ডেস্ক : বলিউডের হার্টথ্রব অভিনেতা সালমান খানের সঙ্গে বেশ কিছু দিন হলো জড়িয়ে গেছে একটি নাম লুলিয়া ভানটুর।

সালমানে ভাবি স্ত্রী হিসেবেই বর্তমানে সবাই তাকে চেনে। নতুন খবর হলো— কয়েক দিন আগেই প্রকাশিত হয়েছে সালমান খানের নতুন ছবি ‘সুলতান’-এর প্রথম গান ‘বেবি কো ব্যস পসন্দ হ্যায়’ গানটি। এই গানটির একটি সংস্করণ গেয়েছেন সালমান।

শুক্রবার (৩ জুন) গানটির লিংক শেয়ার করেছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। মজার ব্যাপার হলো এই গানটিতে সালমান খানের প্রেমিকা লুলিয়া ভানটুরের কণ্ঠও আছে এতে।

গত ২ জুন ইউটিউবে প্রকাশিত হয়েছে নতুন সংস্করণটি। এর শিরোনাম ‘বেবি নু ব্যস পসন্দ হ্যায়’।

মূল গানটি গেয়েছেন বিশাল দাড়লানি, শালমালি খোলগাড়ে, ঈশিতা ও বাদশা। এ গানের কথা লিখেছেন ইরশাদ কামিল, সুর করেছেন বিশাল-শেখর।

আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ মুক্তি পাবে এবার রোজার ঈদে। হরিয়ানার এক কুস্তিগীরের জীবন নিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। এতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা।

(দ্য রিপোর্ট/এএ/এআরই/এনআই/জুন ০৪,২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert
Symphony

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে