thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯, ৭ মাঘ ১৪২৫

‘গহর বাদশা ও বানেছা পরী’র ১৪তম মঞ্চায়ন

২০১৬ জুন ০৪ ১৩:৪৮:২১
‘গহর বাদশা ও বানেছা পরী’র ১৪তম মঞ্চায়ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : নাগরিক নাট্যাঙ্গনের ২০তম প্রযোজনা ‘গহর বাদশাহ ও বানেছা পরী’। ইতোমধ্যে নাটকটি সুনাম কুড়িয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির ১৪তম মঞ্চায়ন হবে।

দক্ষিণাঞ্চলের লোকগাথা অবলম্বনে পালাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন হৃদি হক। সেই সঙ্গে বানেছা পরী চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিশ্বিং বাদশার চক্রান্তে গিলামাইট বনে গহর বাদশার দুর্দশা ও বানেছা পরীর সঙ্গে তার প্রেমের আখ্যান নিয়ে এগিয়েছে নাটকটির গল্প।

প্রায় ৫০ জনের একটি দল এ নাটকে কাজ করছেন। নাটকটির কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহ্যাব।

সঙ্গীত পরিচালনা করছেন কামরুজ্জামান রনি। সেট পরিকল্পনায় রয়েছেন সাজু খাদেম এবং আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ২০১৫ সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় নাগরিক নাট্যাঙ্গন এর ২০তম প্রযোজনা ‘গহর বাদশা ও বানেছা পরী’ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।

(দ্য রিপোর্ট/এএ/এআরই/এনআই/জুন ০৪,২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert
Symphony

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে