thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯, ৮ মাঘ ১৪২৫

৮ বছর পর রুমির নতুন একক অ্যালবাম

২০১৬ জুন ০৪ ১৪:৩০:৩১
৮ বছর পর রুমির নতুন একক অ্যালবাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : আট বছর পর সংগীতশিল্পী রুমির নতুন একক অ্যালবাম আসছে। অ্যালবামের নাম মুসাফির। তিনটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং শেষ হয়েছে।

রুমি জানান, মুসাফির অ্যালবামের সবকটি গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত করেছেন রেজওয়ান, জিয়াউদ্দিন আলম ও রাব্বি। এর মধ্যে ‘মুসাফির’ গানটির মিউজিক ভিডিও তৈরি হবে। ঈদুল ফিতরে সিএমভির ব্যানারে অ্যালবাম ও মিউজিক ভিডিও— দুটিই একসঙ্গে বাজারে আসার কথা আছে।

২০০৮ সালে রুমির সর্বশেষ একক অ্যালবাম ‘তার ছেঁড়া’ প্রকাশিত হয়। এবারের অ্যালবামটি নিয়ে এই ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত শিল্পী বলেন, ‘দেশের বাইরে থাকার কারণে এত দিন একক অ্যালবামের কাজ করার সুযোগ হয়নি। দেশের সংগীতাঙ্গন থেকে একেবারেই দূরে ছিলাম। তবে এখন নিয়মিত কাজ করব।’

সংগীত প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর মধ্য দিয়ে পরিচিতি পাওয়ার বছর তিনেকের মধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রুমি। অল্প দিন হলো তিনি দেশে এসেছেন।

(দ্য রিপোর্ট/এএ/এনডিএস/এনআই/জুন ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert
Symphony

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে