thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯, ৮ মাঘ ১৪২৫

১১ ঘণ্টা পর সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চালু

২০১৬ জুন ০৪ ১৫:৩৩:১৮
১১ ঘণ্টা পর সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চালু

মৌলভীবাজার প্রতিনিধি : প্রায় ১১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে দেবে যাওয়া রেল সেতুর খুঁটি মেরামতের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার রাত ২টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জানকিছড়া রেল সেতুটির একটি খুঁটি বৃষ্টির পানিতে দেবে গেলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শমসেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কবির আহমদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, খুঁটিটি দেবে যাওয়ার পর ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর পারাবত, জয়ন্তিকা, উদয়ন, কালনীসহ সকল মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

এরপর রাত থেকে মেরামতের কাজ শুরু হয়। প্রায় ১১ ঘণ্টা পর সেতুটি চলাচলের উপযুক্ত হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

(দ্য রিপোর্ট/এনডিএস/এইচ/জুন ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert
Symphony

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে